• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ চাঁদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৯, ০৮:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার বর্ধিত সভা আজ শনিবার অনুষ্ঠিত হবে। জেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভাটি সকাল ১০টায় সভা শুরু হবে। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভায় যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরে দলের জাতীয় সম্মেলন। এ সম্মেলনকে সামনে রেখেই মূলত এ বর্ধিত সভা। আর এ জাতীয় সম্মেলনকে সামনে রেখে চাঁদপুর জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের যে সব কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, সেসব কমিটি পুনর্গঠন বিষয়ে সভায় আলোচনা হবে। এছাড়া সম্প্রতি ঢাকাতে শুরু হওয়া নিজ দলে শুদ্ধি অভিযান বিষয়টিও সভায় আলোচনায় আসতে পারে বলে জানা গেছে। বিশেষ করে চাঁদপুর জেলায় মূল দল ও এর সহযোগী কোনো সংগঠনের কারো কোনো কার্যক্রম যাতে দলের এবং জনস্বার্থবিরোধী না হয়, এর নেতিবাচক প্রভাব যেনো না পড়ে এ বিষয়েও গুরুত্বের সাথে আলোচনা হবে সভায়। আবার কেউ কেউ বলেছেন, আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনের বিষয়ও বর্ধিত সভায় আলোচনা হতে পারে।
বর্ধিত সভায় কার্যকরী কমিটির সকল সদস্য ও উপদেষ্টাম-লীর সকল সদস্য উপস্থিত থাকবেন। সে হিসেবে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।