আজ জাতীয় শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী
আজ ১২ অক্টোবর শনিবার বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ বিকেল ৪টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদ ও প্রধান বক্তা হিসেবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল উপস্থিত থাকবেন। অনুষ্ঠানকে সফল করার জন্যে চাঁদপুর জেলা জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ, থানা শ্রমিকলীগ, পৌর শ্রমিকলীগসহ সকল বেসিক ও ক্রাপ্ট ইউনিয়নের নেতা-কর্মী, সমর্থকসহ সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ মোঃ মাহবুবুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম।