ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সম্মেলন ২৫ অক্টোবর
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবর ও অন্যান্য যুগ্ম আহ্বায়কের সম্মতিক্রমে জেলার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক ঝন্টু দাস ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ শফিকুরকে চিঠি দিয়ে সম্মেলনের তারিখ জানান।
জানা গেছে, ২০১৮ সালে ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে আওয়ামী যুবলীগের সম্মেলন জাঁকজমকপূর্ণ সম্মেলনের মাধ্যমে জেলা নেতাদের উপস্থিতিতে সম্পন্ন হয়। সর্বশেষ গত ১৩ সেপ্টেম্বর ফরিদগঞ্জ পৌর যুবলীগের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী ও কমিটির অন্যান্য সদস্য ১০ সেপ্টেম্বর উপজেলার কাউন্সিলর তালিকা জেলাতে জমা দিয়ে সম্মেলনের তারিখের জন্যে আবেদন করে। সেই আলোকে চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগ সম্মেলনের তারিখ ঘোষণা করে।