• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আমরা ক্রীড়ার মাধ্যমেও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়বো : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল রোববার বিকেলে ফরিদগঞ্জ এআর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে কাজ করছেন। ক্রীড়াও এক্ষেত্রে একটি মাধ্যম। তাই তিনি প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেছেন। সেখানে গড়ে ওঠা খেলোয়াড়রা যাতে ঝরে না পড়ে, সে জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল তৃণমূল থেকে শুরু করেছেন। এর থেকে আগামী দিনের জাতীয় মানের খেলোয়াড় উঠে আসবে। আমরা জানি ফরিদগঞ্জ উপজেলা থেকে ইতিমধ্যে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে জাতীয় পর্যায়ে খেলোয়াড় রয়েছে। আমরা চাই এটি যেনো অব্যাহত থাকে। আমরা ক্রীড়ার মাধ্যমেও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমতা আফরিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, পৌর মেয়র মাহফুজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, ফরিদগঞ্জ এআর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় পৌরসভা একাদশ ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন একাদশের মুখোমুখি হয়। এছাড়া দিনের দ্বিতীয় খেলায় ৮নং পাইকপাড়া দক্ষিণ একাদশ ১০নং গোবিন্দপুর দক্ষিণ একাদশের মুখোমুখি হয়।