মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের বর্ধিত সভা
সরকারের উন্নয়নের ধারাবাহিকতা নস্যাৎ করতে বিএনপিসহ একটি চক্র ষড়যন্ত্র করছে : অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ নূরুল আমিন রুহুল বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগের প্রতিটি নেতা-কর্মীকে সুসংগঠিত হতে হবে। উপজেলা থেকে শুরু করে পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোকে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে। তাহলেই যুবলীগ শক্তিশালী হবে। তিনি বলেন, আজ সারাদেশে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করছে, সে উন্নয়নের ধারাবাহিকতাকে নস্যাৎ করার জন্যে বিএনপিসহ একটি চক্র একের পর এক ষড়যন্ত্র করে চলেছে। সে ষড়যন্ত্রকে যুবলীগকেই প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির সরকারের নেতৃত্বে যুবলীগ জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এজন্যে যুবলীগকে ধন্যবাদ জানাই। আগামী নির্বাচনেও যুবলীগকে ভূমিকা রাখতে হবে। যুবলীগের প্রতিটি কর্মীকে ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকা- জনগণের কাছে তুলে ধরতে হবে। তাহলেই সরকারের সকল উন্নয়ন কর্মকা-ের প্রসারতা লাভ করবে। মতলব উত্তর ও দক্ষিণের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো অচিরেই সমাপ্ত করা হবে। এজন্যে চাই আমি সকলের সার্বিক সহযোগিতা। গতকাল ১২ জুলাই শুক্রবার মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ জহির সরকারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম আলেকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী, উত্তম ঘোষ, আল এমরান চৌধুরী, গোলাম মোস্তফা, দেওয়ান মোঃ পারভেজ, শেখ ফজলুল করিম সেলিম, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সহ-সভাপতি রিপন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবলীগের সদস্য সোহেল সরকার, মিজানুর রহমান, আনিসুর রহমান আনু, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাসেল পাটোয়ারী নিলয়, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ শাহ আলম, উপাদী উত্তর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হেলাল বকাউল, যুগ্ম আহ্বায়ক আব্দুল বারেক, উপাদী দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মজিবুর রহমান, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহির খানসহ দলীয় নেতৃবৃন্দ। সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।