মতলব উত্তরে ইসলামাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের জন্মদিন পালন
মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৪ জুন) বিকেলে নন্দলালপুর আহরণী সংঘের অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অমৃতলাল নাগের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা মাস্টার, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন), উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধ্যেশ্যাম সাহা, আওয়ামী লীগ নেতা মানিক সরকার মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজালাল মাস্টার, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল আমিন পাটোয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ ভূঁইয়া প্রমুখ। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন মেম্বার, আব্দুল কাদির প্রধান, আব্দুল হাই, নিজাম উদ্দিন, মানিক প্রধান, হানিফ দর্জি, ইউপি সদস্য আলী হোসেন, যুবলীগ নেতা রিপন প্রধান, শাহীন দর্জি, ইউনিয়ন ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, শাওন সরকারসহ আওয়ামী লীগ ওু সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন) বলেন, সকলে ঐকবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত রাখতে হবে। দেশ ও জাতি উন্নয়নে সুসংগঠিত দলের বিকল্প নেই। সেক্ষেত্রে আওয়ামী লীগ একধাপ এগিয়ে। আমি মনে করি জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটি ধাপে আওয়ামী লীগ শক্তিশালী ও সুসংগঠিত। এর ধারা অব্যাহত রাখতে হলে সকলে মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশে^র সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে।