• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বর্তমানে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ পরিবারের মাঝে শান্তি বিরাজ করছে : এম. এ. কুদ্দুস

প্রকাশ:  ২৪ জুন ২০১৯, ০৮:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গতকাল শনিবার ছেংগারচর বাজারে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনির হোসেন বেপারীর সভাপ্রধানে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস।
অন্যান্যের মদ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল্লাহ প্রধান, রফিকুল ইসলাম মাস্টার, গিয়াসউদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, প্রবীণ আওয়ামী লীগ নেতা ওয়ালিউল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক গাজী মোঃ শাখাওয়াত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডঃ মহসিন মিয়া মানিক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক,  কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, গজরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওয়াহেদুজ জামান ওয়াদুদ, ছেংগারচর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বোরহান উদ্দিন প্রধান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন, সাবেক কাউন্সিলর আবু জাফর সরকার ডালিম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি।
আলোচনা শেষে মিলাদ মাহফিল, দোয়া এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এখন বিশ্বের রোল মডেল, আওয়ামী লীগ সরকারের আমলেই বহির্বিশ্বের অনেক কিছু আমরা অর্জন করতে পেরেছি। বর্তমানে আমাদের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ পরিবারের মাঝে শান্তি বিরাজ করছে। এই শান্তিপূর্ণ এলাকায় কোনো অপশক্তিকে ঠাঁই দেয়া হবে না।
তিনি বলেন, সন্ত্রাস, মাদক, জঙ্গি মুক্ত করে পরিচ্ছন্ন মতলব উত্তর গঠন করবো। মাদক বিক্রেতা, চাঁদাবাজ, সন্ত্রাসীদের মতলব থেকে প্রতিহত করা হবে।