জেলা যুবলীগের সাবেক নেতা জাকির হোসেন দুলালের শয্যাপাশে এসডু পাটওয়ারী
চাঁদপুর আল-আমিন হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন চাঁদপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন দুলাল গাজীকে দেখতে যান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী। জাকির হোসেন দুলাল গত ক’মাস ধরে ডায়াবেটিস ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাসা চাঁদপুর শহরের পুরাণ আদালত পাড়াস্থ বাসায় অর্থাভাবে বিনা চিকিৎসায় মানবেতর জীবনযাপন করছিলেন। চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম সুমন ও তাজ হোটেলের স্বত্বাধিকারী আলহাজ্ব খলিল হোসেন তাকে চাঁদপুর শহরের উকিল পাড়াস্থ আল-আমিন (প্রাইভেট) হাসপাতালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভর্তি করান। তিনি এখন এ হাসপাতালের ২০৪নং কেবিনে ভর্তি আছেন। গত ২০ জুন বৃহস্পতিবার রাতে তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী অসুস্থ দুলাল গাজীকে দেখতে হাসপাতালে যান।