চীফ হুইফ নূর-ই-আলম চৌধুরীর চাঁদপুর আগমন
মতলব পৌর আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি
জাতীয় সংসদের চীফ হুইফ নূর-ই-আলম চৌধুরী লিটনের চাঁদপুর জেলায় আগামী ২১ জুন আগমন উপলক্ষে মতলব পৌর আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গত ১৮ জুন মতলব পৌরসভা প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আওলাদ হোসেন লিটন। বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুকুমার ঘোষ, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক জাকির খান, মামুন চৌধুরী বুলবুল, কাউন্সিলর ওয়াহিদুজ্জামান মৃধা প্রমুখ। এ সময় ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২১ জুন জাতীয় সংসদের চীফ হুইফ নূর-ই-আলম চৌধুরী লিটন ঢাকা থেকে সড়কযোগে মতলব হয়ে চাঁদপুর জেলায় শুভাগমন করবেন।