• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জের সাবেক এমপির সাথে শুভেচ্ছা বিনিময় প্রসঙ্গে জাহিদুল ইসলাম রোমানের বক্তব্য

প্রকাশ:  ১১ জুন ২০১৯, ০৯:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ফরিদগঞ্জের সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার সাথে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানসহ জেলা নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা বিনিময় সংক্রান্ত দৈনিক চাঁদপুর কণ্ঠে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে বক্তব্য দিয়েছেন জাহিদুল ইসলাম রোমান। তিনি জানান, গত ৭জুন শুক্রবার চাঁদপুরের সিনিয়র সাংবাদিক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের ভাতিজির বিয়ে উপলক্ষে তিনি ফরিদগঞ্জের কাউনিয়া ভূঁইয়া বাড়িতে যান। যা সাবেক এমপি শামছুল হক ভূঁইয়া সাহেবের বাড়ি। এ বিয়ের অনুষ্ঠানে তার সাথে শামছুল হক ভূঁইয়ার দেখা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও উপস্থিত ছিলেন। সেখানেই সবাইসহ তোলা একটি গ্রুপ ছবি যা পরবর্তীতে ফেসবুক ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। মূলত বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সুবাদেই সাবেক এমপির সাথে তার দেখা হওয়া। ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্যে শামছুল হক ভূঁইয়া সাহেবের বাড়িতে যাওয়া হয়নি। এ নিয়ে ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই এবং কোনো মহলের অপরাজনীতি করারও কোনো সুযোগ নেই। তিনি জানান, একই দিন তিনি বালিথুবায় ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী নূরে আলম টুটুলের মরহুম পিতা শহিদুল্ল্যা মিয়াজীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলেও যোগদান করেন। ওই অনুষ্ঠানে তিনিসহ জেলা আওয়ামী লীগ ছাড়াও জেলা এবং উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।