• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশ:  ২০ মে ২০১৯, ০৯:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলা কমপ্লেক্স মাঠে স্থানীয় এমপি অ্যাডঃ নূরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এবং উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ রুহুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জাকিয়া সুলতানা শেফালী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ ওয়াদুদ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা খোকা পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, অ্যাডঃ শহীদ উল্যাহ প্রধান, যুগ্ম সম্পাদক আইয়ূব আলী গাজী, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব ওয়ালি উল্যাহ সরকার, সভাপতি মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জাপানী হান্নান, বিশষ্ট ব্যবসায়ী গাজী মুক্তার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, ধনাগোদা সেচ প্রকল্প পানি ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ মহসিন মিয়া মানিকসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।