• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সরকার সকল কর্মক্ষম মানুষকে স্বাবলম্বী করতে কাজ করে চলছে : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান

প্রকাশ:  ১৭ মে ২০১৯, ১৪:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের প্রশিক্ষণপূর্বক বিকল্প আয়বর্ধক উপকরণ হিসেবে ফরিদগঞ্জে জেলেদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। আমরা দ্রুত মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের সারিতে যেতে চাই। এজন্যে প্রয়োজন আমাদের কর্মক্ষম সকল মানুষকে স্বাবলম্বী করে তোলা। সেই তালিকা থেকে বাদ পড়ছে না জেলেরাও। বৃহত্তর কুমিল্লা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়ের উপকরণ হিসেবে এই ছাগল বিতরণ করা হচ্ছে। কারণ বছরের একটা সময়ে জেলেরা কর্মহীন থাকে। এভাবে কর্মহীন থাকা দেশের জন্যে কাম্য নয়। তাই ছাগল প্রদানের মাধ্যমে জেলেরা যাতে এগুলো লালন-পালন করে নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে সেজন্যে এই আয়োজন। আশা করছি সরকারের এই উদ্যোগকে আপনারা যথাযথভাবে কাজে লাগিয়ে জেলেরা উপকৃত হবেন।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যোতির্ময় ভৌমিক, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পাটওয়ারী উপস্থিত ছিলেন।  আলোচনা শেষে প্রশিক্ষিত জেলেদের মাঝে বিকল্প উপকরণ হিসেবে ছাগল বিতরণ করা হয়।