• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আলহাজ¦ অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি

উপজেলা আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

আগামী ১৫ জুলাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে : আবু নঈম পাটোয়ারী দুলাল

প্রকাশ:  ১৬ মে ২০১৯, ১৪:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাডঃ নূরুল আমিন রুহুল বলেছেন, আওয়ামী লীগের ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা হবে। অতীতে অনেক ত্যাগী নেতা দলের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। ত্যাগী নেতাদেরকে খুঁজে বের করতে হবে। উপজেলা আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হলে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দীর্ঘ বছর যাবৎ দলের সম্মেলন হয়নি। সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেরিয়ে আসলেই দলের নেতা-কর্মীরা মূল্যায়িত হবেন। তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজান মাসে দলের সকল নেতা-কর্মীকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। গত ১৫ মে বুধবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটোয়ারী দুলাল। তিনি বলেন, আগামী ১৫ জুলাই মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করার লক্ষ্যে সকল প্রস্তুতি নেয়ার জন্যে দলীয় নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানান। তিনি আরো বলেন, সম্মেলনের মাধ্যমেই নতুন নেতা নির্বাচন করা হবে। নতুন নেতৃত্ব আসলেই নেতা-কর্মীরা সাংগঠনিকভাবে শক্তিশালী হবেন। স্থানীয় সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুলকে শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন, আমরা একজন সাবেক ছাত্রনেতাকে দলীয় সংসদ সদস্য হিসেবে পেয়ে নিজেদেরকে গৌরবান্বিত মনে করছি। এজন্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক নির্মল গোস্বামী। তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ বছর যাবৎ সম্মেলন না হওয়ায় সাংগঠনিকভাবে দলটি অনেক পিছিয়ে রয়েছে। আগামীতে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করে উপজেলা আওয়ামী লীগের সুন্দর একটি কমিটি উপহার দিতে হবে।  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ শাহআলম, জেলা কৃষকলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আশ্রাফ পাটোয়ারী, দেওয়ান মোঃ রেজাউল করিম, লিয়াকত হোসেন প্রধান, আনিচ্ছুজ্জামান চৌধুরী, কাজল ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম টিপু, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কিশোর কুমার ঘোষ, শিক্ষা বিষয়ক সম্পাদক কমল পোদ্দার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাহেব আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম আলেক, শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সদস্য আঃ মতিন পাটোয়ারী, ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর সরকার, আল মামুন চৌধুরী, চন্দন সাহা, জহির খান, ফারুক আহমেদ বাদল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আ’লীগের সভাপতি তসলিম আহম্মেদ মিয়াজী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোল্লা, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি চাঁন মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক আবুল কালাম, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, নারায়ণপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বজলুর রশিদ মাস্টার, সাধারণ সম্পাদক মবিন সুজন, উপাদী উত্তর ইউনিয়ন আ’লীগের সভাপতি সোলায়মান প্রধান, সাধারণ সম্পাদক আঃ মতিন মেম্বার, উপাদী দক্ষিণ ইউনিয়ন আ’লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নাজির আহমেদ বাদল মাস্টার প্রমুখ। পরে মতলবগঞ্জ জেবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।