ভাইস চেয়ারম্যান জিএস তছলিম প্যানেল চেয়ারম্যান নির্বাচিত
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহাম্মেদ প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৬ মে উপজেলা পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের প্রস্তাবে এবং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচএম হারুনের সমর্থনের পর সর্বসম্মতিক্রমে তিনি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।
ফরিদগঞ্জ উপজেলাবাসীর কাছে ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে পরিচিত জিএস তছলিম ছাত্রলীগ করার সময়েই ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে জিএস নির্বাচিত হন। সেই থেকে তিনি নেতা-কর্মীদের কাছে একজন সজ্জন ব্যক্তি হিসেবে এবং জিএস তছলিম নামে পরিচিত। তিনি এক সময় ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। রাজনৈতিক পরিবারের সদস্য জিএস তছলিম ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এম সফিউল্লার ভাগিনা।
তিনি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলাকে একটি সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়তে আমি সবসময় সচেষ্ট থাকবো। আশা করছি অতীতের ন্যায় নেতা-কর্মীরা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।