ফরিদগঞ্জে শাশিয়াখালী হোসেন আলী সপ্রাবির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান
শিক্ষার্থীদের স্বাধীনতার বিষয়ে ধারণা দিতে হবে : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান
ফরিদগঞ্জে শাশিয়াখালী হোসেন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৭নং পাইকপাড়া ইউনিয়নের শাশিয়াখালী বিদ্যালয় মাঠে বার্ষিক এ ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি এ দেশের স্বাধীনতার বিষয়ে ধারণা দিতে হবে। আমাদের উচিৎ বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের দিয়ে নাচ, গান প্রতিযোগিতার পাশাপাশি জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা। তিনি বলেন, আমাদের এদেশ অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা লাভ করেছে। আমি নির্বাচনের আগে আপনাদের বলেছি, আমি আপনাদের সাথে থাকবো, আপনাদের আমার প্রয়োজন আছে। তাই আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমি আপনাদের পাশে থেকে এ উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে রূপান্তর করবো। জননেত্রী শেখ হাসিনা যে কথা দিয়েছেন গ্রামকে শহরে রূপান্তর করবেন, আমি সে হিসেবে কাজ করে যাবো।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলম মাস্টারের সভাপ্রধানে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক মানিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ৭নং পাইকপাড়া ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ ভূঁইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা অ্যাডঃ মাহবুব আলম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিএস আক্তার প্রমুখ। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।