চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন সফল হওয়ায় কেন্দ্র কমিটির সাথে মতবিনিময় সভা
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন সফল হওয়ায় ১০-১১ নং ওয়ার্ডের কেন্দ্র কমিটির নেতা-কর্মীর সাথে মতবিনিময় করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। ২৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনির বাসভবনের মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী। প্রধান বক্তার বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি বলেন, কে আপন কে পর নির্বাচন করতে গিয়ে চিনেছি। যারা নৌকার বিপক্ষে নির্বাচন করেছে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার অর্থ হচ্ছে, এটা কোনো ব্যক্তির নির্বাচন নয়, দলীয় প্রতীক নিয়ে নির্বাচন। দলীয় প্রতীক নৌকার বিপক্ষে যারা নির্বাচন করবে তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে থাকে। নৌকা আসলে আওয়ামী লীগ হাসে। যারা দলের বিপক্ষে কাজ করেছে, তাদের চিহ্নিত করতে হবে।
আরো বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রফিকুল্লা, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, ১১ নং ওয়ার্ড দক্ষিণ গুনরাজদী কেন্দ্র কমিটির সভাপতি তাহের পাটোয়ারী, সদস্য সচিব মানিক পাটোয়ারী, ডি.এন. উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটির সভাপতি মোঃ রফিকুল্লা, সদস্য সচিব বাপ্পি পাল, শহীদ জাবেদ পৌর উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটির সভাপতি মমিন মাঝি, সদস্য সচিব মমিন জমাদার ও যুগ্ম আহ্বায়ক শাহআলম ভূইয়া, লেডি দেহলভী উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটির সভাপতি আঃ মান্নান মোল্লা, সদস্য সচিব ছানাউল্লা। পরিচালনা করেন ইকবাল হোসেন পাটোয়ারী।