শাহরাস্তি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদ উল্লাহ চৌধুরী
প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ১২:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শাহরাস্তি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে হাড্ডা হাড্ডি লড়াইয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্লাহ চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল রাত প্রায় ১০টায় ৫৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান। নৌকা প্রতীক নিয়ে মোঃ ফরিদ উল্লাহ চৌধুরী ২১ হাজার ১৫৫ ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিঃ মোঃ মুকবুল হোসাইন পেয়েছেন ২১ হাজার ৫১ ভোট। ভোটের ব্যবধান মাত্র ১০৪।