• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

১শ’ ১৮টি কেন্দ্রে ৩ লাখ ভোটার ॥ সুষ্ঠু নির্বাচন করতে ৪ স্তরের নিরাপত্তা

প্রকাশ:  ২৪ মার্চ ২০১৯, ১৩:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আজ রোববার ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ৫ম নির্বাচন। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ১শ’ ১৮টি কেন্দ্রের ৭শ’ ৪৫টি বুথে টানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে জেলা ও উপজেলা প্রশাসন ৪ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে।  নির্বাচনে কাজে ১শ’ ১৮টি কেন্দ্রের ৭শ’ ৪৫টি বুথের জন্যে ২৩শ’ ৫৩ জন সরকারি-বেসরকারি কর্মকর্তা নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন। এবারের নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৯ হাজার ৭শ’ ৭৬ জন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজ সাংবাদিকদের জানান, অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন করতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক প্রশাসন ভোটার ও নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ নিরাপত্তার কথা মাথায় রেখে চারস্তরের নিরাপত্তা বাহিনী বেষ্টিত পরিবেশে ভোটগ্রহণ করা হবে। নিরাপত্তা বাহিনী হিসেবে কাজ করবে বিজিপি, র‌্যাব, পুলিশসহ আনসার-ভিডিপি বাহিনী। বিজিপি ও র‌্যাব বাহিনী ৫ ম্যাজিস্ট্রেটের অধীনে স্ট্রাকিং ফোর্স হিসেবে কাজ করবে। এছাড়াও প্রতি ৩টি কেন্দ্রের জন্য ১টি মোবাইল টীম ও ৮টি পুলিশের বিশেষ বাহিনীর স্ট্রাকিং ফোর্স থাকবে। এ ছাড়াও ভোট কেন্দ্রগুলোতে প্রায় ৩ হাজার সরকারি ও বেসরকারি কর্মকর্তাকে ভোটগ্রহণে সার্বক্ষণিক কাজ করবে।