• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের বিদায় অনুষ্ঠান

লেখাপড়া করলে শিক্ষার্থীরা আদর্শ মানুষ হতে পারবে : সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া

প্রকাশ:  ২৪ মার্চ ২০১৯, ১৩:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে কলেজ অডিটোরিয়াম অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেবুল্লাহ খানের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। এ সময় তিনি বলেন, আমাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে হবে। সেজন্যে বেশি করে বই পড়তে হবে। লেখাপড়া করলে শিক্ষার্থীরা আদর্শ মানুষ হতে পারবে। আর শিক্ষার্থীরাই হলো আগামী দিনের জাতির কর্ণধার। এই কলেজের ছাত্র-ছাত্রীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে ভালো অবস্থানে রয়েছে। আমি আশা করি বর্তমানের শিক্ষার্থীরা সেই অবস্থান অটুট রাখবে। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কোন দলের লোক নয়। আমাদের জাতীয় পতাকা কোন দলের নয়। তাই সকলকে এ বিষয় লক্ষ্য রাখতে হবে।
আরো বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, হাজী আব্দুল আহাদ কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুল আহাদ, গভর্নিং বডির সদস্য খোরশেদ আলম, আবুল কালাম ভূঁইয়া প্রমুখ। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।