• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ উপজেলায় তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

নৌকার পক্ষে কাজ করতে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম : কামরুজ্জামান সবুজ

প্রকাশ:  ২৩ মার্চ ২০১৯, ২১:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুজ্জামান পাটওয়ারী সবুজ (প্রতীক তালা) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। গতকাল শনিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, আমি আওয়ামী পরিবারের সদস্য এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের একনিষ্ঠ কর্মী। নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী হই। কিন্তু নির্বাচনে অংশ নিতে গিয়ে উপলব্ধি করি, আমি আওয়ামী লীগ তথা নৌকার সমর্থনে মাঠে কাজ করলে দল লাভবান হবে। ফলে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।  তিনি আরো বলেন,  নৌকার পক্ষে কাজ করতে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমার জন্য এতদিন যারা ঘাম ঝড়িয়েছেন এবং শ্রম দিয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ ও ক্ষমা প্রার্থী।  তিনি তার সকল নেতা-কর্মীকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।