• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দ রোমানের সমর্থনে মাঠে

প্রকাশ:  ২২ মার্চ ২০১৯, ০১:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের সমর্থনে মাঠে নেমেছেন প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের এই আওয়ামী লীগ নেতারা এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নৌকার সমর্থনে ব্যাপক প্রচারের পর গত কদিন থেকে দেশে ফিরে তারা মাঠে নেমেছেন। দুবাই প্রবাসী সোহরাব হোসেন মানিকের নেতৃত্বে একদল প্রবাসী উপজেলার বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার নেতৃবৃন্দ নৌকার সমর্থনে পৌরসভা  মাঠে অনুুষ্ঠিত জনসভায় যোগদান শেষে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে  মতিবিনিময় করেন।
সোহারাব হোসেন মানিক তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান রক্তে মাংসে আওয়ামী লীগার। তাই গত কদিনে গণসংযোগ করে তার বিপুল জনপ্রিয়তা দেখতে পেয়েছি। আশা করছি ২৪ মার্চ  নৌকার বিপুল বিজয়ের মাধ্যমে তার প্রমাণ মিলবে। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি জালাল আহমেদ, ব্যবসায়ী ইব্রাহিম হোসেন, মিজানুর রহমান, ফারুক হোসেন, মোঃ সেলিম,  জালাল উদ্দিন, বীমা কর্মকর্তা মাকসুদ পাটওয়ারী প্রমুখ।