ফরিদগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে জেলা-উপজেলা পূজা পরিষদ ও ঐক্য পরিষদ নেতৃবৃন্দের প্রচারণার
ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থনে মাঠে নেমেছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। এছাড়া তাদের সাথে যোগ দেন চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গত মঙ্গলবারসহ ক’দিন ধরে টানা তাঁরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের প্রতীক নৌকাকে ভালবেসে ভোট প্রদানের জন্য সকলকে আহ্বান জানান। গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বয়ক অধ্যাপক মাসুদা নূর, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিতেশ চন্দ্র শর্মা, সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তপন মজুমদার। এর আগে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল ভৌমিকের নেতৃত্বে একটি দল ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দকে নিয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে মতবিনিময় করেন।