• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বালিয়া ইউনিয়নে দিনভর নৌকা, বই ও প্রজাপতি মার্কার গণসংযোগ

প্রকাশ:  ২১ মার্চ ২০১৯, ০৯:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদা সুলতানা গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৯নং বালিয়া ইউনিয়নে সমাবেশ, উঠোন বৈঠক, পথসভা ও ব্যাপক গণসংযোগ করেছেন। এছাড়াও সন্ধ্যার পর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের বাড়ির উঠোন বৈঠকে পৌরসভার ১ থেকে ৫নং ওযার্ডের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। প্রথমেই সকাল ১০টায় বালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ইচলী লঞ্চঘাট এলাকায় পথসভা, ২নং ওয়ার্ডের দর্জি বাড়ি ঈদগাহ মাঠে সমাবেশ, বালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ, গুলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ, রানিরহাট মধ্যবাজারে সমাবেশ, মধ্য মদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরপর বিকেলে ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ ও সন্ধ্যায় সবশেষ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের বাড়ির উঠোনে পৌরসভার ১ থেকে ৫নং ওয়ার্ডের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয় মাঠের নির্বাচনী সমাবেশে বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক উল্লাহ পাটওয়ারীর সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, আমি ৫০ বছর যাবৎ আওয়ামী লীগের রাজনীতি করি। ৫০ বছর রাজনীতি করে আওয়ামী লীগের পুরস্কার স্বরূপ নৌকা পেয়েছি। এর পূর্বেও আমি আওয়ামী লীগের সমর্থন নিয়ে জনপ্রতিনিধি হয়েছি। কিন্তু নৌকা প্রতীক পাইনি। অন্যদের উদ্দেশ্যে তিনি বলেন, অপেক্ষা করতেন একদিন দলও আপনাকে মূল্যায়ন করতো। কিন্তু দলের সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি ও জামাতের ভোটের আশায়। তাহলে আপনার এতোদিনের রাজনৈতিক আদর্শ কোথায় গেল। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আবেগে পড়ে দলের গলায় ছুরি দিবেন না। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবেন না। দল করলে দলের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আওয়ামী লীগের লোকজন নৌকার বাইরে ভোট দেয় না কখনো। যদি ভোট দিতো তাহলে  এতোদিন এই দল থাকত না। নাজিম দেওয়ান বিএনপির ভোটারদের উদ্দেশ্যে বলেন, বিএনপির বন্ধুরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। যেহেতু আপনাদের প্রার্থী নেই। তাই উন্নয়নের সাথেই থাকেন।
    বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিয়াজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখের জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদা সুলতানা। সমাবেশে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম মিজি, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক মোঃ তাজুল ইসলাম মিয়াজী, বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন নবীর প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন সদর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমেদ ওসমানি। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন পথসভা ও উঠোন বৈঠকে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, জেলা যুবলীগের সদস্য গাজী আব্দুল গণি, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা বেগম, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজী, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী তাসলিমা পারভেজ, সদর উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর কবির কিশোর, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জিল খান, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন তালুকদার, বালিয়া ইউপির ২নং ওয়ার্ড মেম্বার মোঃ জাহিদ হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর গাজী, বালিয়া ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বেপারী প্রমুখ।

    

 

সর্বাধিক পঠিত