• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৯, ১২:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 শাহরাস্তিতে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ফরিদ উল্যাহ চৌধুরীকে বিজয়ী করার লক্ষে পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    ১৬ মার্চ শনিবার বিকেল ৫টায় পৌরসভার মধ্য উপলতা বটতলা এলাকায় এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।  আওয়ামী লীগ নেতা মোঃ সাহাব উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান বেপারী, যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর মোঃ মুকবুল আহমেদ, প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূর মোহাম্মদ মোল্লা, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন পাটোয়ারী, আবু তাহের পাটোয়ারী।
    বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ আবুল বাশার মোল্লা, শাহজাহান সাজু, মিজানুর রহমান পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী গণেশ চক্রবর্তী প্রমুখ।
    অনুষ্ঠান সঞ্চালনা করেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জয়নাল আবদীন মোল্লা। আলোচনা সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত