ফরিদগঞ্জ সদর বাজারে গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম রোমান
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলায়ও আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী হতে হবে
আসন্ন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বলেছেন, উন্নয়নের জন্যে আওয়ামী লীগের বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনা গত দশ বছরে দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন করেছেন। ফরিদগঞ্জ উপাজেলাও এর বাইরে যায়নি। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো, সড়কগুলো পাকাকরণ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নূতন ভবন নির্মাণ, ধর্মীয় উপাসনালয়গুলোকে উন্নয়ন করা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদানসহ বিভিন্ন খাতওয়ারী ভাতা প্রদান করছে বর্তমান সরকার। ১০ টাকা কেজিতে চাল দেয়ার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। তাই এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী হতে হবে। তিনি বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগের তৃণমূলে কাজ করেছি দলের শক্তি বৃদ্ধির জন্যে। এখন আমি এই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়ে আপনাদের কাছে এসেছি। আগামী ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার মাধ্যমে আমার উপর অর্পিত দায়িত্ব আমি আপনাদের সহযোগিতায় পূরণ করতে চাই। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার সদর বাজারে ব্যবসায়ী ও জনসাধারণের সাথে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী রোমানের সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর, পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল মিজি, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আকবর হোসেন মনির, যুবলীগ নেতা এসএম সোহেল, প্রজন্ম লীগের সভাপতি সাজ্জাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক কাইয়ুম, সাবেক ছাত্রলীগ নেতা এমরান হোসেনসহ উপজেলা, পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।