• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে বিভিন্ন স্থানে পথসভায় চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম রোমান

নৌকা আমার একার নয়, আপনাদের সবার

প্রকাশ:  ১৩ মার্চ ২০১৯, ১৪:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান তার গণসংযোগ অব্যাহত রেখেছেন। গত সোমবার তিনি দিনব্যাপী উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ও ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে গণসংযোগ শেষে পথসভা করেন। এসব পথসভায় বক্তব্যে তিনি বলেন, আমার বাবা আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ ছিলেন। তাই আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে কীভাবে নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হয় তা জানি। আমি নির্বাচনে শুধুমাত্র ভোট পাওয়ার জন্যে আসি নাই। আমি আপনাদের পাশে আগেও ছিলাম, এখনো আছি। উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে  নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। তাই আমি নৌকার সম্মান রাখতে মাঠে নেমেছি। আশা করি সফল হবো। এই প্রতীক আমার একার নয়, এই প্রতীক আপনাদের সবার। নৌকা হলো আমরা যারা আওয়ামী লীগ করি আমাদের সকলের। আগামী ২৪ মার্চ নির্বাচনে নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
    পথসভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াছ বেগ, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন, গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজ তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পাটওয়ারী, জাফর উল্লাহ সুজন, ইউপি সদস্য শিপন চন্দ্র দাস প্রমুখ।