চাঁদপুর সদরে চেয়ারম্যান প্রার্থী নাজিম দেওয়ানের গণসংযোগ অব্যাহত
প্রকাশ: ০৩ মার্চ ২০১৯, ২৩:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ নূরুল ইসলাম নাজিম দেওয়ান গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিরামহীন গণসংযোগ করে যাচ্ছেন। সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে তিনি গণসংযোগ করে যাচ্ছেন। তাঁর সাথে দলীয় নেতা-কর্মীরাও থাকেন। গতকাল শনিবার তিনি সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায় গণসংযোগ করেন। তাঁর সাথে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আইয়ুব আলী বেপারীও সমানতালে গণসংযোগ করেন। এ সময় হানারচর ইউপি চেয়ারম্যান আঃ সাত্তার রাঢ়ী ও যুবলীগ নেতা সাহাদাত হাওলাদারসহ অন্য নেতা-কর্মীরাও ছিলেন।