• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভায় হামলার প্রতিবাদে চাঁসক ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চাঁদপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে। গতকাল রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক সোহেল হোসাইনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা এ হামলা কার নির্দেশে চালানো হয় এর সুষ্ঠু তদন্ত প্রশাসনের নিকট দাবি করেন। তারা বলেন, ভবিষ্যতে এ রকম হামলা হলে আমরা রাজপথে থেকে সকল অন্যায়ের প্রতিবাদ জানাবো। উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আশিক খালেদ ফয়সাল। অন্যরা হলেন : কামরুল, মামুন, নাঈম, রাসেদ, সিয়াম, সাগর, সানি প্রমুখ।

সর্বাধিক পঠিত