আজ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী
চাঁদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ ব্যাপক কর্মসূচি
আজ ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৮ সালের এ দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানে এ সংগঠনটির জন্ম হয়। ঢাকা বিশ^বিদ্যালয়ের ফজলুল হক হলে সেদিন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নামে ঐতিহ্যবাহী এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ ছাত্রলীগ নামে এ সংগঠনটির পরিচিতি পায়।
মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ নানা ঐতিহ্য ও বাংলাদেশের গৌরবম-িত ইতিহাসের অনেক বড় অংশীদার বাংলাদেশ ছাত্রলীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় অনেক বরেণ্য ব্যক্তিত্ব এ সংগঠনটির নেতৃত্ব দিয়েছেন। আজ সংগঠনটির গৌরবের ৭১তম জন্মদিন। এ উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি : আজ সকাল ৮টায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বেলা আড়াইটায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৩টায় কলেজ মাঠ থেকে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হবে। পতাকা উত্তোলন ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। এছাড়া ছাত্রলীগের সাবেক সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এসব কর্মসূচিতে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণ করার জন্যে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ ও সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু অনুরোধ জানিয়েছেন।