নৌকার বিজয় নিশ্চিত করতে হবে : অ্যাডঃ নূরুল আমিন রুহুল
চাঁদপুর-২ আসনের আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নূরুল আমিন রুহুল বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করে আরেকটি বিজয় অর্জন করতে হবে। বিজয়ের মাস, আনন্দের মাস ডিসেম্বর। নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনাকে চাঁদপুর-২ আসনটি উপহার দিয়ে বিজয় উৎসব করবো। এজন্য দলের প্রত্যেক নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মতলব দক্ষিণে পূর্ব কলাদীতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চন্দন সাহার পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য আহসান মৃধা, পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাইন উদ্দিন রানা, ছাত্রলীগ নেতা সারোয়ার সরকার লিখন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম রিপন, মতলব পৌরসভার প্যানেল মেয়র-২ কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুকুমার ঘোষ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাদল নন্দী, আতাউর রহমান, দেওয়ান মোঃ পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, পৌর যুবলীগের সভাপতি মোঃ সোহাগ সরকার, উপজেলা যুবলীগের সদস্য সফিকুল ইসলাম, বশির চৌধুরী, আওয়ামী লীগ নেতা আনোয়ার সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া বেপারী, সাধারণ সম্পাদক ঘনশ্যাম বিশ্বাসসহ অন্য নেতৃবৃন্দ।