আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক দক্ষতা, শক্তি ও সামর্থ্য দিয়ে বিজয় সুনিশ্চিত করবে : অ্যাডঃ নূর হোসেন বলাই
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডঃ নূর হোসেন বলাই। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ^াস করি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করবে। ক্ষমতায় আসলে আমরা যারা রাজনীতিবিদ রয়েছি তারা জনগণের সেবা করার সুযোগ পাব। একই সাথে এই বিজয়ের অংশীদার হবেন আপনারা। আমি নিশ্চিতভাবে বলতে পারি, আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে নৌকা মার্কাকে পরাজিত করার সংগঠিত শক্তি আর কারো নেই। আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক দক্ষতা, শক্তি ও সামর্থ্য দিয়ে বিজয় সুনিশ্চিত করবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি আহ্বান জানান।
গত বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল আহাম্মদ মকুল, ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য হাসান মোহাম্মদ হোসেন (বিপুল), ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, দৈনিক জনকণ্ঠের কোর্ট প্রতিনিধি সৈয়দা ফরিদা ইয়াছমিন জেসি, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মিয়াজি প্রমুখ।