আলগী উত্তর ইউনিয়নে মহিলা সমাবেশে জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ
হাইমচরের উন্নয়নকে আরো বৃদ্ধি করতে নৌকার বিকল্প নেই
চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ দীপু মনি এমপির নৌকা মার্কার সমর্থনে হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়ন মহজমপুর গ্রামে আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম মালের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ডাঃ দীপু মনির মাধ্যমে হাইমচরে ব্যাপক উন্নয়ন করেছেন। আপনাদের প্রধান সমস্যা নদীভাঙ্গন রোধে স্থায়ী বাঁধের ব্যবস্থা করে ভিটেমাটি রক্ষা করেছেন। আপনাদেরকে দেয়া প্রতিশ্রুতির চাইতে আরো বেশি উন্নয়ন করেছেন তিনি। আর তা সম্ভব হয়েছে আপনারা ডাঃ দীপু মনিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই। হাইমচরের উন্নয়নকে আরো বৃদ্ধি করতে নৌকা মার্কার কোনো বিকল্প নেই। তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা নারীদের সুবিধা এবং নিরাপত্তার জন্যে নারী নির্যাতন প্রতিরোধ আইন সংসদে পাস করেছেন। তিনি নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করেছেন। নারীদের এ ক্ষমতায়ন বৃদ্ধি ও অধিকার আদায়ের লক্ষ্যে আপনারা আবারো নৌকা মার্কাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
গত সোমবার সকালে অনুষ্ঠিত এ মহিলা সমাবেশে আওয়ামী লীগ নেতা মনু মিয়া আখনের সভাপ্রধানে ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, ১নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান গাজী, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম মাল, যুবলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান পাটওয়ারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক এসএম আল মামুন সুমন, ছাত্রলীগের প্রচার সম্পাদক গাজী সুজনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।