• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় ড. মহীউদ্দীন খান আলমগীরের ব্যাপক গণসংযোগ ও পথসভা

প্রকাশ:  ২৫ ডিসেম্বর ২০১৮, ১২:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-১ (কচুয়া) আসনে নৌকা মার্কায় ভোট চেয়ে বিরামহীন গণসংযোগ, প্রচার-প্রচারণা ও পথসভা  করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। তিনি গতকাল সোমবার দিনভর উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের রহিমানগর, গোবিন্দপুর, খাজুরিয়া-লক্ষ্মীপুর, নাউপুরা, ইসলামপুর, চাঁপাতলী, গোহটসহ বেশ কিছু স্থানে পথসভাসহ গণসংযোগ করেন।
ইসলামপুর ড. জালাল আলমগীর পাঠাগারে সম্মুখে অনুষ্ঠিত পথসভাটি মহিলাসহ বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতিতে জনসভায় রূপ নেয়। ড. মহীউদ্দীন খান আলমগীর তাঁর বক্তব্যে আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং সকল শ্রেণির লোকজন যাতে শেখ হাসিনার সূচিত উন্নয়ন মডেলের সিঁড়িতে উঠতে পারে সেই লক্ষ্যে আবারো নৌকা প্রতীকে ভোটদানের আহ্বান জানান।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর-লক্ষ্মীপুর সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য অ্যাডঃ নুরজাহান বেগম মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহ-সভাপতি আমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য মোঃ সালাউদ্দিন ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই মুন্সি, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তহিদুল ইসলাম খোকা, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহপরান ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সবুজ।

 

 

সর্বাধিক পঠিত