শাহ্রাস্তিতে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা
জীবনের বাকি সময় আপনাদের সাথে কাটাতে চাই : মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম
আমি নির্বাচনকালীন পথসভা ও গণসংযোগে আপনাদের যে সাড়া পাচ্ছি তাতে মনে হয় সত্তর সালের মতো গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি আজ আপনাদের কাছে ভোট চাইতে আসতে লজ্জা পাচ্ছে। কারণ তারা জনগণের জন্যে কোনো উন্নয়ন করেনি। তারা বাসে আগুন দিয়েছে, সন্ত্রাস করেছে, তারা জনগণের সম্পদ লুট করেছে। তারা এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আপনারা তাদের এ চক্রান্তে পা দিবেন না। তারা বুলেটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। তাদের রয়েছে বুলেট, আমাদের রয়েছে ব্যালট। আগামী ৩০ তারিখ ব্যালটের মাধ্যমে তাদেরকে জবাব দিতে হবে। আমাদের ভয় নেই, আপনারা আছেন আমাদের সাথে। আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, স্ত্রীকেও হারিয়েছি, আমার জীবনের বাকি সময়টুকু আপনাদের সাথে পার করে দিতে চাই, আমি আপনাদের একজন হয়ে আপনাদের সেবা করে যাব। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। শেখ হাসিনা যতোদিন কাজ করতে পারবে ততোদিন তাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। আমরা পাহারা দিব, তারা যাতে কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে। আমার বিশ্বাস, আগামী ৩০ তারিখ আপনারা বিজয় উল্লাস করতে পারবেন।
গত ২৩ ডিসেম্বর সকাল থেকে শাহরাস্তি উপজেলার খনেশ্বর, কালিয়াপাড়া বাজার, হোসেনপুর বাজার, হোসেনপুর স্বর্ণকার পাড়া, পরানপুর, দৈলবাড়ি, শাহ্রাস্তি গেইট দোয়াভাঙ্গা ও কাকৈরতলা বাজারে গণসংযোগ কালে চাঁদপুর-৫ আসনের নৌকা প্রতীকের প্রার্থী স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও ঢাকা কলাবাগান ক্লাবের সভাপতি মোঃ সফিকুল আলম ফিরোজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদের সদস্য মোঃ হুমায়ুন কবির মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উল্যাহ চৌধুরী, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কাজী হুমায়ুন কবির, জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার, জেলা তাঁতীলীগের সভাপতি মোঃ জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের নেতা খিজির হায়দার, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন সরকার, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম. আনোয়ার হোসেন, মেহার উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি, মেহের উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী জাবেদ হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব আলম, প্যানেল চেয়ারম্যান মোঃ মনির হোসেন, কাউন্সিলর ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তুষার চৌধুরী রাসেল, টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটোয়ারী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।