ফরিদগঞ্জের উত্তর চাঁদপুরে নৌকার সমর্থনে বিশেষ বর্ধিত সভা
ফরিদগঞ্জে নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয় : মুহম্মদ শফিকুর রহমান
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচনে ফরিদগঞ্জে নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়। ফরিদগঞ্জে বিএনপির অধ্যুষিত এলাকা বলে যে দুর্নাম ছিল, এবারের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ের মাধ্যমে তা মুছে দিতে চাই। আওয়ামী অধ্যুষিত এলাকা নামে খ্যাত গোবিন্দপুর উত্তর ইউনিয়নে নৌকার আরো বড় জয় আমাদেরকে এগিয়ে নিবে।
শনিবার বিকালে উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের উত্তর চাঁদপুর সপ্রাবি মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুর রহমান, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সেলিনা লোকমান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক হাসানুজ্জামান তারেক, সাবেক ইউপি চেয়ারম্যান কায়েম পারভেজ লাভলু, সাব্বির তালুকদার, উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক হাজী সফিকুর রহমান প্রমুখ।