• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি গঠনকল্পে আলোচনা সভায় মেয়র মাহফুজুল হক

ফরিদগঞ্জ পৌর এলাকা যে নৌকার ঘাঁটি আমরা তা প্রমাণ করবো

প্রকাশ:  ১৬ ডিসেম্বর ২০১৮, ১৭:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি গঠনকল্পে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক বলেছেন, আগামী ৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনে ফরিদগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী শেখ হাসিনা নিজেই নির্ধারণ করেছেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যেমন সৎ ও নির্ভীক তেমনি আমাদের প্রার্থী জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমানও সৎ ও নির্ভীক। সহপাঠী হিসেবে আমাদের প্রার্থী প্রধানমন্ত্রীর কাছের মানুষ। তাই নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করা আমাদের জন্যে ফরজ হয়ে গেছে। বিগত পৌরসভা নির্বাচনে আপনারা যেভাবে আমাকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করেছেন, তেমনি ৩০ ডিসেম্বর শফিকুর রহমানকে নৌকায় ভোট দিয়ে ফরিদগঞ্জ পৌর এলাকা নৌকার ঘাঁটি তা আমরা প্রমাণ করবো।
    ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ হান্নান বাবুল পাটওয়ারীর সভাপ্রধানে ও মোহাম্মদ রসু মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন, উপজেলা যুবলীগের সদস্য মুরাদ পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন মোফা, স্বেচ্ছাসেবক লীগ নেতা অহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান নান্নু, কলেজ ছাত্র লীগ সম্পাদক রিমন আহমেদ, আওয়ামী লীগ নেতা রাধাকৃষ্ণ, আঃ গনি মাস্টার, নজরুল ইসলাম খান, মাহবুব আলম রকি, নুরুল আমিন রাঢ়ী, এমদাদ হোসেন খান, ইমরান হোসেন প্রমুখ।

সর্বাধিক পঠিত