সাংবাদিক শফিকুর রহমানের সাথে ঢাকাস্থ ফরিদগঞ্জ প্রাক্তন ছাত্রলীগ ফোরামের মতবিনিময়
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সাথে মতবিনিময় করেছে ঢাকাস্থ ফরিদগঞ্জ প্রাক্তন ছাত্রলীগ ফোরাম। গতকাল শুক্রবার সকালে উপজেলার বালিথুবাস্থ প্রার্থীর নিজ বাসভবনে ফোরামের আহ্বায়ক জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থণা বিষয়ক সম্পাদক এসএম মুনির হোসাইনের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা বেনজির আহমেদ সুমন, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোহাম্মদ রসু মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাব্বির আহমদ তালুকদার, সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান পাটওয়ারী, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন সাউদ, সাবেক ছাত্রনেতা মোরশেদ আলম তালুকদার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ফয়সাল আহমেদ মুন্না, ছাত্রনেতা লক্ষ্মণ দাস, মাহবুবুর রহমান, তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতা কাজী রহমত উল্লাহ রাফি, এমকে হাসান সবুজ, মোবারক হোসেন, তছলিম আহমেদ বিল্লাল, জাকির হোসেন, ফয়সাল হোসেন, বোরহান উদ্দিন, আজাদ হোসেন বেপারী। সভায় আগামী নির্বাচনে ফরিদগঞ্জে দলীয় প্রার্থীর বিজয়ের লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার করেন সকলে। এ সময় সাংবাদিক শফিকুর রহমান বলেন, ফরিদগঞ্জে নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়। তাই আমরা সকলে সেই চেষ্টাই করতে হবে।
জেলা বিএনপির শোক
চাঁদপুর পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল পাটওয়ারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ সকল যুগ্ম আহ্বায়ক ও বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা এক যৌথ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।