মতলব উত্তরে কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের বিশেষ বর্ধিত সভা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে নেতা-কর্মীদের উজ্জীবিত করতে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে চলছে বিশেষ বর্ধিত সভা। তারই ধারাবাহিকতায় মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের পৃথক পৃথক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হলে ও দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে নৌকার প্রার্থীকে অবশ্যই বিজয়ী করতে হবে। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে আমাদের কাজ করতে হবে।
সকালে কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধ এমএ কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাগানবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম জমাদার, যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মনির হোসেন বেপারী। কৃষকলীগের সাবেক সভাপতি মোলেছুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও বর্তমান সাধারণ সম্পাদক জিএম ফারুকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আবুল হাসেম, উপজেলা কৃষকলীগের সদস্য মোজাম্মেল, কৃষকলীগ নেতা মিজানুর রহমান, ইলিয়াছ মিয়াজী, স্বপন মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদের সভাপ্রধানে এবং সদস্য সচিব শাহজালাল মাস্টারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান শিকদার, মুরাদ হোসেন, নূর মোহাম্মদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা, শহীদ উল্লাহ ঢালী মঙ্গল, ইলিয়াছ মিয়াজী, স্বপন মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক ও শ্রমিকলীগের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
দুপুরে উপজেলা শ্রমিকলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, কেন্দ্রীয় যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জাকিয়া সুলতানা শেফালী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক মাহবুব হোসেন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান। উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপ্রধানে ও শ্রমিকলীগ নেতা বোরহান উদ্দিন প্রধানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মনির হোসেন বেপারী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, সদস্য সুমন মিয়া, জামাল হোসেন, টিপু খান, মোঃ হোসেন জানি প্রমুখ।