ছেঙ্গারচর পৌরসভায় স্থানীয় আওয়ামী লীগের মিছিল
চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডঃ নূরুল আমিন রুহুলের পক্ষে নৌকা মার্কার মিছিল করেছে মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ১৩টি ভোট কেন্দ্রের স্থানীয় নেতা-কর্মীরা। গত মঙ্গলবার ছেঙ্গারচর পৌরসভার ১৩টি ভোট কেন্দ্রের স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিল স্ব স্ব কেন্দ্রের প্রত্যেক গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। মিছিলে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ছেঙ্গারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কেন্দ্রের মিছিলটির নেতৃত্ব দেন পৌর কাউন্সিলর শাহাদাৎ হোসেন ঢালী খোকন, মতলব উত্তর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-মাহমুদ টিটু, পৌর আওয়ামী লীগ নেতা মনজুর খান, চান মিয়া, আব্দুল মালেক খান মোবারক মুফতি, শরীফ দর্জি, যুবলীগ নেতা ওমর খান, ছেঙ্গারচর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।