• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাইমচর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নাছির উদ্দিন আহমেদ

দেশের উন্নয়নের স্বার্থে ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ

প্রকাশ:  ০৬ ডিসেম্বর ২০১৮, ০১:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে হাইমচর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
    তিনি তাঁর বক্তব্যে বলেন, নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে যে দূরত্ব ছিলো তা আজ নিরসন হয়েছে। কারো কারো ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে। নৌকার সাথে কারো কোনো দূরত্ব নেই। দেশের অভূতপূর্ব উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে গিয়ে হাইমচর আওয়ামী লীগ পরিবারের মাঝে ঐক্য তৈরি হয়েছে। এই ঐক্যবদ্ধ শক্তির কাছে কোনো শক্তিই দাঁড়াতে পারবে না। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে হাইমচরে আওয়ামী লীগের ঐক্যই নিশ্চিত করবে নৌকার বিজয়। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বাংলাদেশের প্রতি শেখ হাসিনার মায়া-মমতা-ভালোবাসা ছিলো বলেই দেশে আজ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পেরেছে। ডাঃ দীপু মনির মাধ্যমে হাইমচরের মানুষের অভিশাপ মেঘনার ভাঙ্গনরোধ করে আশীর্বাদে পরিণত করেছে। স্কুল, কলেজ, মাদ্রাসায় তৈরি হয়েছে দৃষ্টিনন্দন ভবন। ব্রিজ-কালভার্ট, সড়ক পাকাকরণহ ব্যাপক উন্নয়ন হয়েছে। ডাঃ দীপু মনি এমপির উন্নয়নের সুফল আপনারা যদি পেয়ে থাকেন তাহলে ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে তাঁকে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রমাণ দেবেন।
    গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোতালেব জমাদারের সভাপ্রধানে ও সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম কবির, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হুমায়ূন প্রধানীয়া, হুমায়ুন পাটওয়ারী, এমএ বাশার, দপ্তর সম্পাদক মাকছুদ আলম খান, প্রচার সম্পাদক মুনছুর পাটওয়ারী, উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক এসএম আল মামুন সুমনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
    উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ উপদেষ্টাম-লীর সদস্য কায়কোবাদ চুন্নু সরকার, জেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডঃ রনোজিত, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, সদস্য আঃ লতিফ কবিরাজসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত