হাইমচরে নেতা-কর্মীদের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাক্ষাৎ
হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়ন ও ঈশানবালায় আওয়ামী লীগ ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ দীপু মনি এমপির বড় ভাই ডাঃ জেআর ওয়াদুদ টিপুসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ গতকাল হাইমচর সফর করেন।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় নীলকমল ইউনিয়নের মাঝির বাজার আওয়ামী লীগ কার্যালয়ে ৫নং ও ৬নং ওয়ার্ডের নেতা-কর্মীদের সাথে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। পরে দুপুর ১টায় ৬৫নং নেপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭নং ও ৮নং ওয়ার্ড এবং বিকেলে ঈশানবালার ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ডের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হুমায়ুন পাটওয়ারী, নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন সরদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সেফালি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, দপ্তর সম্পাদক মাকসুদ খান, উপজেলা ছাত্রলীগ নেতা খাদেমুল ইসলাম মিশু, ইউপি সদস্য বাচ্চু সরকার, মিজানুর রহমানসহ নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।