• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রবাসী আনিছুর রহমান বিজয় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা

প্রকাশ:  ০৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 শাহরাস্তি উপজেলার কৃতী সন্তান, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক, স্পেন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান বিজয় চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য মনোনীত হয়েছেন। গত ১ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ঘোষণা দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু। জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর আনিছুর রহমান বিজয় বলেন, এ ঘোষণাটি আরো আগের। আমি দেশের বাইরে থাকায় যথাসময়ে উপস্থিত হতে পারিনি, তাই এখন ঘোষণা দেয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ এবং শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের সকল নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করতে সকলের সাথে এক হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

সর্বাধিক পঠিত