প্রবাসী আনিছুর রহমান বিজয় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা
শাহরাস্তি উপজেলার কৃতী সন্তান, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক, স্পেন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান বিজয় চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য মনোনীত হয়েছেন। গত ১ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ঘোষণা দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু। জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর আনিছুর রহমান বিজয় বলেন, এ ঘোষণাটি আরো আগের। আমি দেশের বাইরে থাকায় যথাসময়ে উপস্থিত হতে পারিনি, তাই এখন ঘোষণা দেয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ এবং শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের সকল নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করতে সকলের সাথে এক হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।