• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শেখ হাসিনার নৌকার কোনো বিকল্প নেই : মায়া চৌধুরী

প্রকাশ:  ০২ ডিসেম্বর ২০১৮, ১০:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল শনিবার বিকেলে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) নির্বাচনী আসনের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দির আনন্দবাজার এলাকায় এক পথসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং চাঁদপুর-২ নির্বাচনী আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেন, দেশে চলছে সার্বিক উন্নয়ন। দেশকে উন্নত রাষ্ট্রের কাতারে দেখতে চাইলে শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে শেখ হাসিনার নৌকায় ভোট দিন। শেখ হাসিনার নৌকার কোনো বিকল্প নেই। এখন নৌকাকে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
    ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জসিম উদ্দিন মুন্সির সভাপতিত্বে এবং ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।
    এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জ, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, মতলব উত্তর ইউপি চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা শামছুল হক চৌধুরী বাবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ূব আলী গাজী, উপজেলা আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ গোলাম রাব্বানী পাপ্পু, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক লায়ন ফারুক আহমেদ তিতাস, চাঁদপুর জেলা যুবলীগ নেতা গাজী শাখাওয়াত হোসেন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আঃ রব প্রধান, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খান, যুগ্ম-আহ্বায়ক তামজীদ সরকার রিয়াদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্যাহ সরকার লিখন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ রেজাউল করিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেওয়ান আঃ রহিমসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    মায়া চৌধুরী ফরাজীকান্দি ইউনিয়নের আনন্দ বাজার ছাড়াও এখলাছপুর, জহিরাবাদ, ঠেটালিয়া, গজরা ও রাড়ীকান্দি এলাকায় পথসভা করেন।

সর্বাধিক পঠিত