দলের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করলেন অ্যাডঃ সেলিম আকবর
চাঁদপুর পৌরসভার ১২ ও ১৫নং ওয়ার্ডের দলীয় নেতা-কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনে গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী অ্যাডঃ সেলিম আকবর।
গতকাল শুক্রবার সকাল থেকে তিনি এ কর্মসূচি শুরু করেন। তিনি তালতলা, বিষ্ণুদী, ব্যাংক কলোনী, নিজের বাসায় ও চেয়ারম্যানঘাট এলাকায় নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া তিনি বিভিন্ন নেতা-কর্মীর বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। বিকেলে তিনি চেয়ারম্যানঘাট ও বিটি রোড এলাকার নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
উপস্থিত ছিলেন সফিকুর রহমান, মনির মিজি, করিম গাজী, কালাম গাজী, রশিদ মৃধা, আনু মিজি, দুলাল খাঁ, শহীদ বকাউল, মিন্টু, শাহজাহান খাঁ, সিরাজ সর্দার ও ছাত্তার খান।