• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ রামপুরে ছাত্রলীগের কর্মীসভা

প্রকাশ:  ০১ ডিসেম্বর ২০১৮, ১৩:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপনের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান আব্দুল হাই। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাখাওয়াতের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির পাটওয়ারী, সাধারণ সম্পাদক নজির আহমেদ বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সদস্য নূরুল হুদা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন ও যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম।
আরো বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন আহমেদ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের সভাপতি মনির হোসেন, ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী, ইফতি, সিয়াম, রাকীব, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর মিজি, সাংগঠনিক সম্পাদক আঃ কুদ্দুছ সায়েম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সবুজ আলম, যুগ্ম আহ্বায়ক শিপন প্রমুখ। সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে এক ও ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান।

 

সর্বাধিক পঠিত