পৌরসভার ১০ ও ১৪নং ওয়ার্ডে দলীয় নেতা-কর্মীদের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন ডাঃ দীপু মনি
চাঁদপুর পৌরসভার ১০নং ও ১৪নং ওয়ার্ডে দলীয় নেতা-কর্মী এবং তাদের পরিবারের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে তিনি এ কর্মসূচি শুরু করেন। তিনি পৌর এলাকার ১৪নং ওয়ার্ডের বাবুরহাট এলাকার ওয়াইবাবুর দিঘির পশ্চিম, দক্ষিণ ও পূর্বপাড়, সাহাবাড়ি, গাজীবাড়ি, পালোয়ান বাড়ি ও বাবুরহাটবাজার এলাকায় নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মাঝির বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এরপর সন্ধ্যায় তিনি পৌর এলাকার ১০নং ওয়ার্ডের পালপাড়া, প্রতাপসাহা বাড়ি, উকিলপাড়া, আলিমপাড়া, আদালতপাড়া ও গাঙ্গুলীপাড়ায় আওয়ামী লীগ নেতাদের বাসায় গিয়ে তাদের পরিবারের সাথে কুশল বিনিময় করেন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী এসডু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, ইকবাল হোসেন পাটওয়ারী বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্যা খান, সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হোসেন শেখ, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মহসিন পালোয়ান, বাবুরহাটবাজার কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলাল মাল, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য সুকুমার কর রামু ও কল্যাণপুর ইউপির সাবেক চেয়ারম্যান আঃ মান্নান মালসহ নেতৃবৃন্দ ডাঃ দীপু মনির সাথে উপস্থিত ছিলেন।