• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে আওয়ামী লীগের বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন সাংবাদিক শফিকুর রহমান

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০১৮, ১২:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ঋণ খেলাপিজনিত কারণে নির্বাচন করতে না পারলে বিকল্প প্রার্থী হিসেবে জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। গতকাল মঙ্গলবার রাতে এ সংক্রান্ত চিঠি তিনি হাতে পেয়েছেন বলে মুঠোফোনে এ প্রতিনিধিকে তিনি নিশ্চিত করেছেন।
    জানা গেছে, ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার ফারমার্স ব্যাংকের ৬০ কোটি টাকার ঋণ খেলাপিজনিত একটি মামলা চেম্বার জজ আদালতে মঙ্গলবার আটকে যায়। ফলে তার নির্বাচন করা কিছুটা অনিশ্চিত হয়ে পড়ে। সেজন্যে আওয়ামী লীগ নির্বাচনী বোর্ড বিকল্প প্রার্থী হিসেবে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমানকে চিঠি প্রদান করে বলে জানা গেছে।
    এ ব্যাপারে সাংবাদিক শফিকুর রহমান মুঠোফোনে জানান, শামছুল হক ভূঁইয়া নির্বাচন করতে না পারলে তিনি দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
    অন্যদিকে বর্তমান এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া জানান, এটি আইনী প্রক্রিয়া। যথাসময়ে তা সমাধান হয়ে যাবে।

 

সর্বাধিক পঠিত