• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মনোনয়নপত্র জমা দিলেন ডাঃ দীপু মনি

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০১৮, ১২:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী ডাঃ দীপু মনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি গতকাল মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ মাজেদুর রহমান খানের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান ও জেলা ছাত্রলীগের সভাপতি সভাপতি আতাউর রহমান পারভেজ। জেলা রিটার্নিং অফিসারের কাছে জমা দেয়ার পর তিনি হাইমচর গিয়েও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
    ডাঃ দীপু মনি মনোনয়নপত্র জমা দেয়ার আগে তিনি তাঁর বাসা থেকে রওয়ানা দেয়ার সময় তিনি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মাহাবুব উল আলম হানিফ, সুজিত রায় নন্দী, তাঁর মা, চাঁদপুরের বিশিষ্ট কিছু সুধী ও সিনিয়র সাংবাদিকদের ফোন করে দোয়া চেয়ে নেন।

সর্বাধিক পঠিত