মতলব উত্তরে মুক্তিযোদ্ধাদের সাথে মায়া চৌধুরীর মতবিনিময়
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি গতকাল মঙ্গলবার মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সাথে মতবিনিময় করেন। সকালে মতলব উত্তর উপজেলার মোহনপুরস্থ মন্ত্রীর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা শহীদুল আলম রবের সভাপতিত্বে ও সাবেক উপজেলা কমান্ডার মোজাম্মেল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু। আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা হাসান ইমাম, মুক্তিযোদ্ধা এসএম আব্দুর রশিদ সরকার, মুক্তিযোদ্ধা অ্যাডঃ মাইনুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার গোলাম মোস্তফা রতন, শহীদ উল্লা সায়েদ, মুক্তিযোদ্ধা জয়নাল প্রধান, মুক্তিযোদ্ধ সিরাজুল ইসলাম লস্কর, ছেঙ্গারচর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ ছাত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, মুক্তিযোদ্ধা ফেরদৌস মিয়া, মুক্তিযোদ্ধা ছাত্তার মোল্লা প্রমুখ।