• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ত্রাণমন্ত্রী মায়া চৌধুরী দলীয় মনোনয়ন পাওয়ায় মতলবে আনন্দ মিছিল

প্রকাশ:  ২৬ নভেম্বর ২০১৮, ০৯:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম মনোনয়ন পাওয়ায় মতলব দক্ষিণে আনন্দ মিছিল বের করা হয়। গত ২৫ নভেম্বর দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি মতলববাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মতলব দক্ষিণ উপজেলা শাখার আহ্বায়ক মোঃ জহির সরকারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসাইন মোঃ কচির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুকুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা আবুল কালাম মিয়াজী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা আক্তার আঁখি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, মতলব পৌর যুবলীগের সভাপতি মোঃ সোহাগ সরকার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক যুধিষ্টী চন্দ্র শীল, মতলব পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ কাইয়ুম ফরাজী। আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজল ভট্টাচার্য্য, শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাদল নন্দী, উত্তম ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, কাউন্সিলর ওয়াহিদুজ্জামান মৃধা, মামুন চৌধুরী বুলবুল, মহিলা কাউন্সিলর দিনারা আক্তার বিপ্লবী, জোহরা আক্তার, সাজেদা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহির হাজরা, পৌর যুবলীগের ক্রীড়া সম্পাদক আহসান মৃধা, উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মোঃ কামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক কামাল ফরাজী, পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন আকাশ, ছাত্রলীগ নেতা টুটুল পাটওয়ারী, সাইফুল ইসলাম মোহন, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌসিফ মোল্লা, রুবায়েত হাসান ইহাম, মতলব সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন প্রধান, সাধারণ সম্পাদক আফসান চৌধুরী রনিসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত